যেভাবে আসবেন :বাংলাদেশের যে কোনও স্থান থেকে সেন্টমার্টিন আসার জন্য আপনাকে প্রথমে আসতে হবে কক্সবাজার। কক্সবাজার থেকে প্রথমে জিপে চড়ে টেকনাফ, টেকনাফ থেকে জাহাজ কিংবা ট্রলারে চড়ে পৌঁছাবেন সেন্টমার্টিনে। প্রতিদিন ঢাকাথেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে দূরপাল্লার বেশ কিছু গাড়ি। বাসে ভাড়া লাগবে এসি ১২০০-১৪০০ এবং নন-এসি ৮০০-৯০০ টাকা। কক্সবাজার তো আসলেন তারপর বাসে ১৪০ টাকা, অথবা রিজার্ভ মাইক্রোবাসে সেন্টমার্টিন ঘাটে আসতে ভাড়া লাগবে ২৫০০-৩০০০ (৮-১০ সিট)।
প্রতিদিন সকালথেকে কক্সবাজার-টেকনাফ রুটে চলাচল করে এসব গাড়ি। টেকনাফ থেকেসেন্টমার্টিনে প্রতিদিন সকাল থেকে আসা-যাওয়া করে কেয়ারিসিন্দাবাদ , কেয়ারি ক্রুজ , গ্রিনলাইন, এল সি টি কুতুবদিয়া ইত্যাদি। চমৎকার এসব জাহাজের পাশাপাশি ট্রলার ও চলাচলকরে এই সমুদ্র রুটে। পছন্দসই বাহনে যেতে পারেন। তবে নিরাপদ জলযান হিসেবেকেয়ারি সিন্দাবাদ ও এবং কেয়ারি ক্রুজ , গ্রিনলাইন, নির্ভরযোগ্য। এসব জাহাজে টেকনাফ থেকেসেন্টমার্টিন যেতে সময় লাগে দুই ঘণ্টা। অন্যদিকে প্রতিদিনই বিকাল ৩টায়এসব সাহাজ সেন্টমার্টিন ছেড়ে আসে। শীত মৌসুমে সমুদ্র শান্ত থাকে এবংগ্রীষ্ম-বর্ষা মৌসুমে সমুদ্র উত্তাল থাকে, তখন চলাচল ঝুঁকিপূর্ণ।
ফ্লাইট এর টিকেট এর জন্য : ক্লিক করুন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস